সম্মানিত সুধীজন, ??
কোবিড-১৯ আমাদের স্বাভাবিক জীবনকে বিভিন্নভাবে সীমাবদ্ধ করে রেখেছে । প্রতিবছর এই সময়ে আমরা যেমন উৎসব মুখর থাকি, এখন সেটা সেইভাবে সম্ভব হচ্ছেনা সবার সার্বিক মঙ্গলার্থে ।
আমাদের মঞ্চে দর্শক-শ্রোতার সরাসরি উপস্থিতিতে কোনো অনুষ্ঠান হচ্ছেনা এবার ।
কিন্তু মন তো মানেনা । দুর্গোৎসবে আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার চেষ্টায় বিকল্প হিসাবে আমরা তিনদিনব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করছি ।
সনাতন ধর্ম মন্দিরের ফেসবুক একাউন্ট থেকে এই অনুষ্ঠান প্রচারিত হবে ।
শুক্রবার : পূজার ঢাক, স্যাক্সোফোন সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মূর্ছনায় একটি বাতিক্রম ধর্মী অনুষ্ঠান থাকছে মন্ট্রিয়ল সময় রাত ৯ টা থেকে ।
শনিবার : মন্ট্রিয়লের পরিচিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান । সময় রাত ৯ টা ।
রবিবার : অতিথি শিল্পী সোহিনী সাহা এবং দেবাদৃত চ্যাটার্জির পরিবেশিত বিশেষ অনুষ্ঠান ।
সবাইকে সবিনয় আমন্ত্রণ এই তিনদিনের অনুষ্ঠানে আমাদের সাথে থেকে অনুষ্ঠান উপভোগ করার জন্য ।
অনিমেষ কর টিংকু
সাংস্কৃতিক সম্পাদক
সনাতন ধর্ম মন্দির
মন্ট্রিয়ল, কানাডা ।

 

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram