সুধী ভক্ত মণ্ডলী,
নমস্কার,
আসছে ৬ই এপ্রিল, ২০২৪, শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় মাসিক শ্রী শ্রী সত্য নারায়ন পূজা অনুষ্ঠিত হবে । (Monthly Satya Narayan puja on 06 April 2024, starting at 6 P. M.)
উক্ত সত্য নারায়ন পুজায় আপনাদের সবার সপরিবারে উপস্থিতি কামনা করছে সনাতন ধর্ম মন্দির কতৃপক্ষ।

সুপ্রিয় সুধীজন,

নমস্কার,

শারদীয় দুর্গোৎসব সমাগত।

করোনা মহামারির কঠিন সময় পার করে আশা করছি এ বছর আমরা সমবেত ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারব । দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্ম মন্দির থেকে পুরুষদের জন্য মন্দিরের লগো দিয়ে ভারত থেকে শর্ট পাঞ্জাবি অর্ডার করতে যাচ্ছি। পাঞ্জাবির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ $। আপনারা যারা অর্ডার দিতে আগ্রহী আগামী ৩১শে অগাষ্টের মধ্যে সাইজ কনফার্ম করে (অনিমেষ কর টিংকুর Tel: 514 578 0526 ) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ??

বি: দ্র: মহিলাদের জন্য শাড়ি অতি শিঘ্রই অর্ডার করা হবে। স্যাম্পলের অপেক্ষায় আছি।
ধন্যবাদ ।

শ্রীঅনিমেষ কর (টিংকু)

সাংস্কৃতিক সম্পাদক

সনাতন ধর্ম মন্দির, মনট্রিয়ল, কানাডা

সুধী,

নমস্কার ,

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে শারদ সংকলন "উৎসব "এর জন্য লেখা আহবান করা যাচ্ছে।

যারা সংকলনে লিখা পাঠাতে আগ্রহী ,আগামী ৩১ শে আগষ্ট ২০২২ (সর্বশেষ) তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় (email) পাঠাতে সবিনয় অনুরোধ করা যাচ্ছে। শিশু কিশোররা তাদের আঁকা ছবি , বা অন্য কোন বিষয়ে লিখে পাঠাতে পারবে। সবার লেখা অবশ্যই টাইপ করে পাঠাতে হবে। বাংলা , ইংরেজি বা ফরাসি ভাষায় লেখা যাবে। যাদের ফোন নাম্বার পরিবর্তন হয়েছে তাদের কে সঠিক ফোন নাম্বার এবং নতুন ফোন নাম্বার সংযোজনের জন্য উক্ত তারিখের মধ্যে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। পরিবারে নতুন জন্ম নেয়া শিশুর ছবি (জন্ম তারিখ)পাঠাবেন তাতে মা বাবার নাম লিখে দেবেন। নব বিবাহিত দম্পতির ছবি (বিবাহের তারিখ)পাঠাতে অনুরোধ করা যাচ্ছে।

তাছাড়া পরিবারে এ বছর যাদেরকে হারিয়েছেন তাঁদের ছবি এবং জন্ম মৃত্যুর তারিখ লিখে জানাতে অনুরোধ করা যাচ্ছে।

বিনীত ,

শ্রী কান্চন চক্রবর্তী(Sri Kanchan Chakraborty)

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক "উৎসব"(SDT)

ফোন :450-494-0521

Email :[email protected]

এবারের শারদীয় সংকলনের সম্পাদনা, প্রচ্ছদ,অঙ্গসজ্জা,বর্ণ বিন্যাস এবং মুদ্রণ নি:সন্দেহে অনবদ্য হয়েছে । গত সংকলনগুলোও বেশ হয়েছিল । করোনা ও পারিপার্শ্বিক নানা প্রতিকূলতা সত্বেও গোপেন দা( গোপেন দেব) আন্তরিকতার সবটুকু ঢেলেই কাজ করেছেন ।
যাদের লেখা মুদ্রিত হয়েছে সকলের জন্য শারদীয় শুভেচ্ছা ।।
শ্রদ্ধেয় পাঠক ও ভক্তবৃন্দের প্রতি সবিনয়ে বলবো আপনারা মুদ্রিত লেখাগুলো পড়বেন । কেমন লাগলো লিখবেন ।

সংকলন প্রকাশে যারা পরিশ্রম করেছেন সকলের জন্য

অভিনন্দন

ব্যক্ত করছি ।।

শারদীয় দুর্গোৎসব সফল হোক, সার্থক হোক এই

শুভ কামনা.

সনাতন ধর্ম মন্দির

শারদ সংকলন ‘ উৎসব’ ২০২১

অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ
আপনারা হয়তো দেখেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম মন্দির কর্তৃক প্রকাশিতব্য ম্যাগাজিনে লেখা আহবান করে ইতোমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। ঐ বিজ্ঞপ্তিতে লেখা, আর্ট ( অংকন ) দিতে আগ্রহীদের আগামি ৭ আগস্টের মধ্যে তা’ জমা দিতে অনুরোধ করা হয়েছে।আমাদের ম্যাগাজিনে শিশুকিশোরদের একটি বিভাগ থাকে। সেখানে মন্ট্রিয়লে বসবাসকারী আমাদের কমিউনিটির নতুন প্রজন্মের ছেলেমেয়েদের লেখা ও আর্ট ( অংকন ) প্রকাশ করা হয়। এই বিভাগে অংশ নিতে ইচ্ছুকদের অভিভাবকদের প্রতি সবিনয় অনুরোধ নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাদের ছেলেমেয়ের লেখা / আর্ট জমা দেন অথবা ইমেইল করুন। পূর্বে দেয়া এতদসংক্রান্ত বিজ্ঞপ্তিতে লেখা পাঠানোর ঠিকানা সহ বিস্তারিত তথ্য দেয়া আছে। সবার সুবিধার্থে আবারও লেখা / আর্ট পাঠানোর ঠিকানা নীচে দেয়া হলো। লেখার সাথে লেখিয়ে / অংকনকারীর নাম, বয়স ও একটি ছবি দিতে হবে। যথাসময়ে ম্যাগাজিনটি প্রকাশ করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। লেখা জমা দিতে পারেন, মন্দিরে পুরোহিত শ্রী রীতিশ চক্রবর্তীর মহাশয়ের কাছে। অথবা ইমেইল করতে পারেন, [email protected] এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচার ও প্রকাশনা বিভাগ সনাতন ধর্ম মন্দির মন্ট্রিয়ল, কানাডা। ফোন : 514-439-9133
?

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শারদীয় ম্যাগাজিন ‘উৎসব’ ২০২১-এ লেখা দিতে আগ্রহীদের আগামি ৭ ই আগস্টের মধ্যে তা’ জমা দিতে অনুরোধ জানানো হচ্ছে। জন্ম/ মৃত্যু, টেলিফোন নম্বর ( সংযোজন কিংবা সংশোধন ) তথ্য, শিশু কিশোরদের লেখা/আর্টও একই তারিখের মধ্যে জমা দিতে হবে। এই সময়সীমার পর কোনো লেখা, আর্ট কিংবা তথ্য গ্রহন করা সম্ভব হবে না। তাই অনুগ্রহ করে বিষয়টি সংশ্লিষ্টরা সদয় বিবেচনায় গ্রহন করবেন বলে মন্দির কর্তৃপক্ষ আশা করছেন। লেখা বা এসংক্রান্ত যেকোনো তথ্য যাঁরা সরাসরি দিতে চান, তাঁরা সনাতন ধর্ম মন্দিরে (ফোন 514-439-9133 ) পুরোহিত শ্রী রীতীশ চক্রবর্তীর কাছে বদ্ধকরা খামে প্রদান করতে পারেন। ইমেইল করতে পারেন [email protected] - এই ঠিকানায়। লেখা টাইপ/ কম্পোজ করে দেয়া হলে ভালো হয়। যাঁরা হাতে লিখে লেখা দেবেন লেখা অবশ্যই স্পষ্ঠাক্ষরে (বোধগম্য ) হতে হবে। প্রয়োজনে 514-290-7818 এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। সময়মতো ম্যাগাজিনটি প্রকাশ করার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

- প্রচার ও প্রকাশনা বিভাগ

সনাতন ধর্ম মন্দির

৬২১৯ মন্ক স্ট্রীট,

মন্ট্রিয়ল।

Sri Sri Shivaratri Bratham will be held on Friday, 8th of March 2024 at Sanatan Dharma Temple from 9am to 9pm.

 

 

For any information, please contact the Priest of the temple (514 439 9133).

Sanatan Dharma Temple Management.??

সকলের সহযোগিতা কাম্য ।                                         সনাতন ধর্ম মন্দির কর্তৃপক্ষ

সুধি,

সনাতন ধর্ম মন্দির কর্তৃক প্রকাশিত এবং শ্রী গোপেন দেব সম্পাদিত এবারের শারদীয় সংকলন ‘উৎসব’ ২৩ অক্টোবর শুক্রবার সপ্তমী পূজা থেকেই বিলি করা হচ্ছে। দশমী পর্যন্ত প্রতিদিনই তা’ বিলি করা হবে। আপনার কপি মন্দির থেকে সংগ্রহ করতে পারেন। একই সাথে সম্মানিত পাঠকদের কাছ থেকে মতামতও আশা করছি। ধন্যবাদ।

- কর্তৃপক্ষ, সনাতন ধর্ম মন্দির, মন্ট্রিয়ল।

 

গোপেন দেব : মন্ট্রিয়লে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত সনাতন ধর্ম মন্দির স্থানীয় দুটি বৃহত্তম হাসপাতালে স্বাস্থ্যকর্মিদের জন্যে দুপুরের খাবার সরবরাহ করেছে। মন্দির কমিটির পক্ষ থেকে গত ১৩ মে বুধবার জুইস জেনারেল হাসপাতাল ও মন্ট্রিয়ল জেনারেল হাসপাতাল   কর্তৃপক্ষের কাছে একদিনের দুপুরের  খাবার তোলে দেয়া হয়। মন্দির কর্তৃপক্ষ জানায়, কভিক ১৯ ( করোনাভাইরাস ) এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সরাসরি কর্মরত ( ফ্রন্ট লাইনার ) চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মিদের প্রতি সম্মান জানানোর উদেশ্যে উদ্যোগটি নেয়া হয়।


মন্দিরের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান শ্রী মলয় কান্তি বর্মন বলেন, “আমরা যাঁদেরকে খাবার দিচ্ছি তাঁদের খাবারের কোনোই অভাব নেই, অভাব নেই অন্যকিছুরও। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসা বিভাগের এই সম্মুখ যোদ্ধারা। তাঁদের প্রতি সম্মান জানানোর উদ্যেশেই এই উদ্যোগ”।
তিনি আরো জানান, শুধু এখানেই নয়, বাংলাদেশেও বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মন্দিরের পক্ষ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে।


সনাতন ধর্ম মন্দিরের সাধারন সম্পাদক শ্রী রতন কুমার মজুমদার বলেন, “কমিটির সদস্যরা ছাড়াও অনেকেই এই কর্মকান্ডে সহযোগিতা করেছেন। মন্দিরের কয়েকজন কর্মি খাবারের জিনিষপত্র ক্রয়, রান্নাবান্না, প্যাকেটিং এবং তা হাসপাতালে পৌঁছে দেয়ার কাজটি নিজেরা করেছেন”। তিনি জানান, খাবার তৈরি এবং সরবরাহ প্রতিটি কাজই করা হয়েছে সরকারি স্বাস্থ্যবিধি মেনে।
মন্দিরের কিচেনে তৈরি করা এই খাবার তালিকায় এপিটাইজার, মেইন ফুড ও ডেজার্ট সবই ছিল।
এই প্রচেষ্টার অন্যতম উদ্যোক্তা মন্দিরের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শ্রী অনুপ কুমার চৌধুরী মিঠু বলেন, “এটি একটি সামান্য প্রয়াস, প্রতিকী। মূল বিষয়টি হচ্ছে, করোনাকালে জীবনবাজি রেখে, পরিবার পরিজনদের কথা চিন্তা না করে দিনরাত রোগীদের পাশে আত্মনিবেদন করছেন এইসব স্বাস্থ্যকর্মি। তাঁদের প্রতি এটি আমাদের টুপি খোলা স্যালুট”। বাংলাদেশি কানাডিয়ান হিসেবে করোনাকালে হাসপাতালে খাবার সরবরাহের এই প্রয়াসটি কানাডার মূল স্রোত ধারায় বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করবে বলেও তিনি উল্লেখ করেন।


এদিকে, সনাতন ধর্ম মন্দির কর্তৃপক্ষ মহামারীর এই  দুর্যোগপূর্ণ সময়েও খাবার তৈরি ও সরবরাহে বিশেষ  সহায়তাপ্রদানকারী শ্রী সুদীপ ঘোষ, শ্রী তপন মোদক,শ্রী পিনাকী ভট্টাচার্য, শ্রী অনুপ চৌধুরী মিঠু, শ্রী সৌমিত্র চৌধুরী স্বরাজ, শ্রী সন্জীব দেব, শ্রী শংকর দে, শ্রী চপল দেব, শ্রী শক্তিব্রত হালদার মানু, শ্রী অমিয়োতোশ পাল রুন্টি ও পুরোহিত শ্রী রীতিশ চক্রবর্তী সহ এই উদ্যোগের সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, কানাডায় কভিক ১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মন্ট্রিয়লে। আর মন্ট্রিয়লের জুইস জেনারেল হাসপাতালেই  সবচেয়ে বেশি করোনা রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে।এই হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত স্বাস্থ্যকর্মি কাজ করছেন।   টরন্টোর পরই এই শহরে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেশি।

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram