সুধী,

নমস্কার ,

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে শারদ সংকলন "উৎসব "এর জন্য লেখা আহবান করা যাচ্ছে।

যারা সংকলনে লিখা পাঠাতে আগ্রহী ,আগামী ৩১ শে আগষ্ট ২০২৫ (সর্বশেষ) তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় (email) পাঠাতে সবিনয় অনুরোধ করা যাচ্ছে। শিশু কিশোররা তাদের আঁকা ছবি , বা অন্য কোন বিষয়ে লিখে পাঠাতে পারবে। সবার লেখা অবশ্যই টাইপ করে পাঠাতে হবে। বাংলা , ইংরেজি বা ফরাসি ভাষায় লেখা যাবে। যাদের ফোন নাম্বার পরিবর্তন হয়েছে তাদের কে সঠিক ফোন নাম্বার এবং নতুন ফোন নাম্বার সংযোজনের জন্য উক্ত তারিখের মধ্যে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। পরিবারে নতুন জন্ম নেয়া শিশুর ছবি (জন্ম তারিখ)পাঠাবেন তাতে মা বাবার নাম লিখে দেবেন। নব বিবাহিত দম্পতির ছবি (বিবাহের তারিখ)পাঠাতে অনুরোধ করা যাচ্ছে।

তাছাড়া পরিবারে এ বছর যাদেরকে হারিয়েছেন তাঁদের ছবি এবং জন্ম মৃত্যুর তারিখ লিখে জানাতে অনুরোধ করা যাচ্ছে।

বিনীত ,

শ্রী পীযূষ সাহা (Sri Pijush Saha)

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক "উৎসব"(SDT)

ফোন : 514 660 6707

 

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram