-নমস্কার-

আমি সনাতন ধর্ম মন্দির এর পুরোহিত। সবার হিত দেখা, সবার জন্য প্রার্থনা করা, সবার মঙ্গল কামনা করাই আমার ধর্ম, আমার কর্তব্য। আজ বিশ্বের সর্বত্র শুধু অশান্তি আর অনিয়ম। তার মূলে রয়েছে কেবল দ্বেষ, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা, অহংকার প্রভূতি। এতো মানুষের ধর্ম নয়। এতো অমূতত্ত্ব লাভের পথ নয়। যন্দ্রণা, অশান্তি, মৃত্যুর রাজপথ- রাজ দুয়ার। ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র হলো – “বসুধৈব কুটুম্বকম্”। শান্তির তথা বিশ্ব একাত্মতার প্রধান পথ, ভেদ-বিভেদের অর্ন্তদাহ যেন মিলনের আনন্দেই নির্বাসিত হয়। ধর্ম পরায়ণতা এবং অনুশীলনই আমাদের আত্মিক সম্পদ। সকলের মধ্যে নিজেকে, নিজের মধ্যে সকলকে, সকলে আমরা দর্শন করতে পারি – এ সঙ্কল্প নিয়ে ‘সনাতন ধর্ম মন্দির’ এর সাথে যোগাযোগ রাখুন। সময় সুযোগে মন্দির দর্শন করে যান – শান্তির পথ উন্মোচন করুন। আসুন আমরা সকলে অপরের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের ন্যায় অনুভব করি। ঈঁশ্বরের কৃপা এবং দয়া লাভ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তিঃ-


শ্রী কেশব ভট্টাচার্য
পুরোহিত
সনাতন ধর্ম মন্দির
মন্ট্রিয়ল, কুইবেক, কানাডা

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram