সুধী ভক্ত মন্ডলী,

নমস্কার। 

অক্ষয় তৃতীয়া তিথি ব্রত :

আসছে শুক্রবার ১৪ই মে ২০২১ অক্ষয় তৃতীয়া ব্রত উপলক্ষে সনাতন ধর্ম মন্দিরে সকাল ১০ টা হতে প্রধান পুরোহিত শ্রী রীতিশ চক্রবর্তী মহাশয় শ্রীশ্রী বিষ্ণুদেবের বিশেষ পূজা, সহস্র নাম ও চন্ডী পাঠ এবং তুলসী নিবেদন করবেন ।

পরিবারিক মঙ্গলের প্রার্থনায় নিজ পরিবার ও স্বজনদের নামে পূজা ও তুলসী নিবেদনের লক্ষ্যে নাম ও গোত্র লিপিবদ্ধ করতে ইচ্ছুকদের নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এজন্যে ন্যূনতম ৫১ ডলার নির্ধারণ করা হয়েছে। (Friday, 14th May, 2021 starting at 10 a.m. Holy Akshaya Tritiya brata and offer Tulasi. Minimum 51.00$ ) যোগাযোগ ( Contact ) : 1. Mr. Rithish Chakraborty 514-439-9133(Temple) 2. Mr. Saumitra Chowdhury (Swaraj)-514-562-4385 3. Amiyatosh Paul(Runti)514-242-6814 নাম্বারে যোগাযোগ করার জন্যে সবিনয় অনুরোধ করা হলো । মন্দিরের প্রতিটি কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নেয়ার স্বার্থে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

- নিবেদনে সনাতন ধর্ম মন্দির কর্তৃপক্ষ।

Sanatan Dharma Temple 6219 Monk Blvd. Montreal, Quebec. H4E-3H8.

বি:দ্র: সরকারি স্বাস্থ্যবিধির পূর্ণ প্রতিপালন সাপেক্ষে মন্দিরের সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে এবং হবে।

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram