আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শারদীয় ম্যাগাজিন ‘উৎসব’ ২০২১-এ লেখা দিতে আগ্রহীদের আগামি ৭ ই আগস্টের মধ্যে তা’ জমা দিতে অনুরোধ জানানো হচ্ছে। জন্ম/ মৃত্যু, টেলিফোন নম্বর ( সংযোজন কিংবা সংশোধন ) তথ্য, শিশু কিশোরদের লেখা/আর্টও একই তারিখের মধ্যে জমা দিতে হবে। এই সময়সীমার পর কোনো লেখা, আর্ট কিংবা তথ্য গ্রহন করা সম্ভব হবে না। তাই অনুগ্রহ করে বিষয়টি সংশ্লিষ্টরা সদয় বিবেচনায় গ্রহন করবেন বলে মন্দির কর্তৃপক্ষ আশা করছেন। লেখা বা এসংক্রান্ত যেকোনো তথ্য যাঁরা সরাসরি দিতে চান, তাঁরা সনাতন ধর্ম মন্দিরে (ফোন 514-439-9133 ) পুরোহিত শ্রী রীতীশ চক্রবর্তীর কাছে বদ্ধকরা খামে প্রদান করতে পারেন। ইমেইল করতে পারেন [email protected] - এই ঠিকানায়। লেখা টাইপ/ কম্পোজ করে দেয়া হলে ভালো হয়। যাঁরা হাতে লিখে লেখা দেবেন লেখা অবশ্যই স্পষ্ঠাক্ষরে (বোধগম্য ) হতে হবে। প্রয়োজনে 514-290-7818 এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। সময়মতো ম্যাগাজিনটি প্রকাশ করার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

- প্রচার ও প্রকাশনা বিভাগ

সনাতন ধর্ম মন্দির

৬২১৯ মন্ক স্ট্রীট,

মন্ট্রিয়ল।

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram