সুধি,
সনাতন ধর্ম মন্দির কর্তৃক প্রকাশিত এবং শ্রী গোপেন দেব সম্পাদিত এবারের শারদীয় সংকলন ‘উৎসব’ ২৩ অক্টোবর শুক্রবার সপ্তমী পূজা থেকেই বিলি করা হচ্ছে। দশমী পর্যন্ত প্রতিদিনই তা’ বিলি করা হবে। আপনার কপি মন্দির থেকে সংগ্রহ করতে পারেন। একই সাথে সম্মানিত পাঠকদের কাছ থেকে মতামতও আশা করছি। ধন্যবাদ।
- কর্তৃপক্ষ, সনাতন ধর্ম মন্দির, মন্ট্রিয়ল।